Inspirational ! এবার আপনিও সফল হবেন ! আপনাকে এবার পারতেই হবে।
আপনার অফিসের বস চেঞ্জ হয়েছে?
আপনার কাছের বন্ধুরা চেঞ্জ হয়েছে ?
আপনার ফ্যামিলির মানুষ গুলোর ব্যবহার চেঞ্জ হয়েছে?
আপনার প্রিয় মানুষটি চেঞ্জ হয়ে গেছে আগের থেকে ?
এই সব বদলে যাওয়া বিষয়টা আপনার নিজের জীবন বদলে গেছে সেটার ইঙ্গিত দেই ?
আমার মনে হয় না !!
আপনার জীবনে আপনি আপনার সীমিত বিশ্বাসের অতিক্রম করবে যখন আপনি পরিবর্তন তখন , পরিবর্তন তখন - যখন এটা বুঝবেন, "when you realize that you are the only one responsible for your life."
আমরা ভাবি আজ থাক কাল থেকে আবার নতুন করে শুরু করবো । বাট করি করি করে আর করা হয় না। শেষে যখন ব্যার্থতার র্পযায়ে চলে আসি তখন , কপালের দোষ বলে শিকার করি। আচ্ছা একবার ও ভবে দেখেছেন ?
আপনি তো আমার এই লেখাটা পড়ছেন ? তো একেকটা এক এক করে অক্ষর তো আপনার অনেক চেনা যানা। একটা একটা শব্দ পড়তেই আছেন আর একটার পর একটা লাইন শেষ করে ফেলছেন । শেষে এখন বলছেন আমি বোকা !! Any way that was fun
তো আপনি এই লেখা একটু একটু বা একটা একটা করে শব্দ শেষ করে আমার পুরো লেখাটা শেষ করে ফেলবেন। তার মানে আমি যা লিখছি তাই আপনি পাড়লেন + বুঝেও গেলেন ! আর এটা আপনার ইচ্ছা ছিলো মনে যে আপনি এটা পড়ে শেষ করবেন।
এবার নোটিস করুনঃ আপানার উদ্দেশ্য ছিলো আপনি আমার এই লেখা পুরোটা শেষ করবেন। ইতি মধ্যে প্রায় করে ফেলেছেনও । তো আপনার র্কম জীবনের সেই মহৎ কাজটাকেও এভাবেই শুরু করুন । এক সময় তো শেষ হবে আর সফলতাও আসবে এটা সত্য কথা।
সফলতা আপনার উপরে র্নিভর করেই আসবে। কথায় আছে যেমন র্কম তেমন ফল !
আশা করি আমার ছোট একটা কথায় বুঝতে পারবেন আপনি ।
" একটা ডিম যখন বাইরের চাপে ভাঙ্গে , তখন একটা জীবন নষ্ট হয়। আর একটা ডিম যখন ভিতরের চাপে ভাঙ্গে তখন একটা জীবনের সূচনা হয় । "
যখন বাইরের চাপ বা আঘাতঃ
যখন ভিতর থেকে চাপঃ
আপনাকে হাজার হাজার পথ দেখালেও আপনি সফলতা পাবেন না। যতক্ষন না আপনি ভিতর থেকে নিজের চেতনা জাগিয়ে না তুলবেন।
নিজেকে ভিতর থেকে জাগিয়ে তুলুন, আপনি পারবেন। পারতেই হবে, করতেই হবে, পেতেই হবে । এই ৩ টি মাথায় রাখুন। হ্যাঁ এক সময় না এক সময় আপনি পারবেন। মানুষ একটা বস্তু নিখূত ভাবে তখনি দেখতে পারে , যখন নিখূত ভাবে ঐ বস্তুর উপর ফোকাস করে + শত ভাগ মনোযোগ দেয়।
আপনিও আপনার লক্ষ্যের উপর নিখূত ফোকাস করুন। আপনি পারবেন।
Inspirational ! এবার আপনিও সফল হবেন ! আপনাকে এবার পারতেই হবে।
Reviewed by Unknown
on
1:06 AM
Rating:
No comments: