ভূমিকম্পের সময় নিজেকে কিভাবে রক্ষা করবেন? শিখুন, অন্যকেও শেখান ।

Unknown 1:02 AM
ভূমিকম্পের সময় আমরা অনেকে কিছু ভুল করে থাকি যেগুলো থেকে বিরত থাকাটাই উত্তম। কিছু প্লান আর পুর্ব-পরিকল্পনার মাধ্যমে ভূমিকম্পের সময় নিজেকে রক...Read More
ভূমিকম্পের সময় নিজেকে কিভাবে রক্ষা করবেন? শিখুন, অন্যকেও শেখান । ভূমিকম্পের সময় নিজেকে কিভাবে রক্ষা করবেন? শিখুন, অন্যকেও শেখান । Reviewed by Unknown on 1:02 AM Rating: 5

পুত্রবধূ vs নিজের মেয়ে !

Unknown 12:48 AM
আমরা সব বিষয়ে সেলফিস । :) আর সেটাই মনে হয় মানুষের বড় পরিচয়। ১/ মনেকরুন, আপনার বাসায় আপনার একটা মেয়ে আছে সাথে একটা ছেলেও। তো আপনার মেয়...Read More
পুত্রবধূ vs নিজের মেয়ে ! পুত্রবধূ vs নিজের মেয়ে ! Reviewed by Unknown on 12:48 AM Rating: 5

Sunday, December 25, 2016

ভূমিকম্পের সময় নিজেকে কিভাবে রক্ষা করবেন? শিখুন, অন্যকেও শেখান ।

ভূমিকম্পের সময় আমরা অনেকে কিছু ভুল করে থাকি যেগুলো থেকে বিরত থাকাটাই উত্তম।
কিছু প্লান আর পুর্ব-পরিকল্পনার মাধ্যমে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করা সম্ভব।
নিচের টিপস গুলো অনুসরণ করুন।


এডভান্স সেফটি- 
১! বাসার আসবারপত্র ( বুক-সেলফ, সোকেস,ওয়ারড্রফ ইত্যাদি) ড্রিলম্যশিন এর সাহায্যে শক্ত ক্লামের মাধ্যমে আটকে দিন দেওয়ালের সাথে।

যেন ভূমিকম্পের সময় এগুলো হেলে বা আঁচড়ে না পড়ে মাটিতে।

২! একটি ব্যাগে প্রয়োজনীয় কিছু টুলস আগে থেকে গুছিয়ে রাখুন। যেমন- ছোট হাতুড়ি,একটি কাটার বা অটোড্রিলম্যাশিন, পানি, ছোট মেডিক্যাল বক্স, শুকনা খাবার, টর্চ লাইট, ফোন, বাঁশি ইত্যাদি।

৩! বিল্ডিং বা বাসা থেকে দ্রুত বের হবার জন্য অতিরিক্ত দরোজা করে রাখতে পারে। 

ভূমিকম্পের সময় করণীয় -
ভূমিকম্পের সময় মেক্সিমাম সবাই খুব বেশি ছোটাছুটি করে থাকেন এই ভেবে আপনাকে ফাঁকা স্থানে যেতে হবে, বা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে।
কিন্তু এই ধারনাটা ভুল। ভূমিকম্পের সময় যতটা পারেন নিজেকে ঠান্ডা রাখুন। মনে রাখবেন অধিক উত্তেজনা বিপদে ফেলতে পারে। 


১! ভুমিকম্পের সময় ছোটাছুটি না করে শান্ত থাকুন । ভূমিকম্পের সময় দৌড়ানো থেকে বিরত থাকুন। সাবধানে ধিরে চলুন। 
আপনি যদি ড্রাইভ করেন তো সেখানেই থেমে যান। কিন্তু ফাঁকা জায়গায় অবস্থান করবেন সেটা আগে নিশ্চিত করুন। সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে নামুন। হোঁচট খেয়ে পড়ে আহত হতে পারেন।
২! বড় বিলডিং বা গাছ, বৈদুতিক পোল , গ্যাস লাইন থেকে দূরে থাকুন। ভুমিকম্পন বুঝতে পারলে সম্ভব হলে বাসার গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন অফ করুন।


৩! ধরুন আপনি ৫ তলা একটি বিল্ডিং এর ৫ তলা বা ৪ তলায় অবস্থান করছেন। ভূমিকম্পের স্থায়িত্ব খুব বেশি সময় না। সুতরাং যেখানে আছেন সেখানেই নিজের সেফটি নিন সেটা ৪ তলা বা ৫ তলায় হোক না কেনো।
যদি সম্ভব হয় ছাদে চলে যান। ওটাই সব থেকে নিরাপদ। রুমের ভিতরে দরোজা , জানালা, গ্লাস, আসবারপত্র থেকে দূরে থাকুন। রুমের টেবিল অথবা খাট এর নিচে অবস্থান নিন। DROP> COVER > HOLD 
ছবিতে দেখুন। 



ভূমিকম্পের পরে যা করবেন- 
যদি বিল্ডিং এর ভিতরে আটকা পড়েন তবে - বেরিয়ে আসার চেষ্টা করুন। অথবা বাঁশি বা কোন ভাবে শব্দ করে উদ্ধার কর্মিদের কে আকর্ষণ করুন যতক্ষন না আপনি উদ্ধার হচ্ছেন। 

আর আপনি যদি সুস্থ ও নিরাপদ থাকে তবে পাশের বাসা বা অন্যান্যরা নিরাপদ আছেন কিনা নিশ্চিত করুন।

ধন্যবাদ ! সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানতে সাহায্য করবেন। 😊😊😊

প্রথম প্রকাশিতঃ আমার সামু ব্লগে ।

পুত্রবধূ vs নিজের মেয়ে !



আমরা সব বিষয়ে সেলফিস । :) আর সেটাই মনে হয় মানুষের বড় পরিচয়।
১/
মনেকরুন, আপনার বাসায় আপনার একটা মেয়ে আছে সাথে একটা ছেলেও। তো আপনার মেয়ে বাজার থেকে ১ বক্স আইস্ক্রিম কিনে নিয়ে আসলো , এবং আপনার মেয়ে আর সেই ছেলে মিলে একরুমে বসে সেটা দুজনে মিলে খেয়ে নিলো। বাসার বাকি সবাইকে না দিয়ে।
প্রশ্নঃ আপনার মেয়ে আর ছেলে যে একাই আইসক্রিম খেয়ে নিলো এতে আপনাদের বাসার সবার খারাপ লাগে নি? অনুভুতি টা কি?
উত্তরঃ ওরা তো আমার ছেলে-মেয়ে ওরা খেতেই পারে খারাপ লাগার কি আছে ! (সম্ভবত সবাই এই উত্তরটাই দিবে)
২/
আজ আপনার বাসাই ২/৩ জন গেস্ট আসছে। ধরুন হুট করেই চলে আসছে। এই মুহুর্তে আপনার কাছে খুব বেশি টাকা নাই। মাসের শেষে বেতন পাবে। ঐ দিকে ফ্রিজে মাংস বা মাছ তেমন নেই। ধরুন আপনার বাসায় ফেমিলি মেম্বার ৪ জন আর গেষ্ট ৩ জন। গ্রিজে একটা মুরগি আছে সেটা মেহমান উপলক্ষে মুরগিটা রোষ্ট করবেন। রোষ্ট করলেন , গেস্ট ৩ জনকে ৩ টা রোষ্ট পিছ দিলেন বাকি থাকলো একটা, সেটা আপনার ছোট্ট বাচ্ছা কে খেতে দিলেন।আপনি সহ বাকি ৩ জন রোষ্ট পেলো না।
প্রশ্নঃ এই মুহুর্তে ফ্যামিলির বাকি মেম্বার গুলোর কেমন লাগবে?
উত্তরঃ সিম্পল যেহুতু মুরগি ছিলো না তাই এটা কোন ব্যাপার না। বাকি সবাই এ বিষয় কিছু মনে করবে না।
গল্প ২ টা যদি এবার উল্টে নেই ? মনে করুন সেই আপনার ঐ স্থানে আপনার ছেলের বউ / বৌমা /পুত্রবধূ যদি হয় ।
১ /
মনেকরুন, আপনার বাসায় আপনার পুত্রবধূ আর তার ভাই আছে । তো আপনার পুত্রবধূ বাজার থেকে ১ বক্স আইস্ক্রিম কিনে নিয়ে আসলো , এবং আপনার বৌমা আর তার ভাই মিলে একরুমে বসে সেটা দুজনে মিলে খেয়ে নিলো। বাসার বাকি সবাইকে না দিয়ে।
প্রশ্নঃ আপনার পুত্রবধূ আর তার ভাই যে একাই আইসক্রিম খেয়ে নিলো এতে আপনাদের বাসার সবার খারাপ লাগে নি? অনুভুতি টা কি?
উত্তরঃ ছিঃ ছিঃ ছিঃ! এক রুমে বসে ওরা একা একাই খেয়ে নিলো একবার ও বললো না । আরো কত কি ব্লা ব্লা ব্লা............। এক কথায় বড় একটা লিস্টের বদনাম।
২/
মনে করুন আপনার বৌমা/ পুত্রবধূ এর বাসার পক্ষ থেকে কিছু গেষ্ট আসলো। তো রান্না বান্না আপনার পুত্রবধূই করলো ২ নং গল্পের মত -
(আজ আপনার বাসাই ২/৩ জন গেস্ট আসছে। ধরুন হুট করেই চলে আসছে। এই মুহুর্তে আপনার কাছে খুব বেশি টাকা নাই। মাসের শেষে বেতন পাবে। ঐ দিকে ফ্রিজে মাংস বা মাছ তেমন নেই। ধরুন আপনার বাসায় ফেমিলি মেম্বার ৪ জন আর গেষ্ট ৩ জন। গ্রিজে একটা মুরগি আছে সেটা মেহমান উপলক্ষে মুরগিটা রোষ্ট করবেন। রোষ্ট করলেন , গেস্ট ৩ জনকে ৩ টা রোষ্ট পিছ দিলেন বাকি থাকলো একটা, সেটা আপনার ছোট্ট বাচ্ছা কে খেতে দিলেন।আপনি সহ বাকি ৩ জন রোষ্ট পেলো না )
বাসার সবাই রোষ্ট পেলো না। আপনার পুত্রবধূ আপনার ছেলেকে বাকি রোষ্ট টা কিয়ে দিলো।
প্রশ্নঃ এই মুহুর্তে ফ্যামিলির বাকি মেম্বার গুলোর কেমন লাগবে?
উত্তরঃ হ্যাঁ বৌমা দের বাপার বাড়ির লোক আসলে সব জুটে আমাদের বেলায় থাকে না বা জুটে না ব্লাব্লাব্লা.................. !
মুলকথাঃ সব গুলো ঘটনা একই কিন্তু পার্থক্য একটাই, একটা আপনি নিজে অথবা আপনার নিজের মেয়ে আর অন্যটা পরের মেয়ে বা বৌমা/ পুত্রবধূ ।
নিজের মেয়ে যাই করুক না কেনো কিচ্ছু মনে হবে না। কিন্তু , যখনি বাড়ির বৌ কিছু করবে তখনি সেটা নিয়ে হই হই রই রই.........!
আসলে নিজের মেয়েকেই আমরা ভালোবাসতে পারি অন্যের টা না।
ফ্যামিলিতে যত সমস্যা সেটা আমাদের মনের সমস্যা । সহজে নিলে সহজ , আর জটিল করলে কথা থাকে না।
আমরা সব সময় নিজের সার্থ নিয়েই ব্যাস্ত ! :/
বিঃদ্রঃ হাতের ৫ আঙ্গুল সমান না। ;)

Powered by Blogger.